কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন কুমিল্লা মহানগর বিএনপি নেতা ভিপি জসিম

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেরা আলাউদ্দিন জানায়, ভিপি জসিম উদ্দিন তার দেবর। গত রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাসায় হঠাৎ ব্রেন স্ট্রোক করেন তিনি। এরপর তাৎক্ষণিকভাবে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ভিপি জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।