কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই বোনের

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩১, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে পুকুরে নেমে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের চন্দের বাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান আক্তার (৬) ও নূহা আক্তার (৫) ওই বাড়ির কাউছার-নাজমা দম্পত্তির দুই মেয়ে। দুই মেয়েকে হারিয়ে বাকরূদ্ধ বাবা-মা। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ওইবাড়ির কাউছার স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন। আগামী ৬/৭ আগস্ট স্ত্রী নাজমা বেগমের তৃতীয় সন্তান ভূমিষ্ট হওয়ার কথা। তাই আর ঢাকায় ফেরা হয়নি। সোমবার দুপুরে শিশুদের মা নাজমা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দাদি নাছিমা বেগমের কাছে দুই শিশু গোসল করার বায়না ধরলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

তবে এর মাঝেই তারা কাউকে কিছু না বলে পুকুরে চলে যায়। পরে ওই বাড়ির ছালেহা বেগম পুকুরে গোসল করতে নামলে ডুবে থাকা এক শিশুর নিথর দেহ তার পায়ের সঙ্গে লাগে। পরে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানায়, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।