কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে বারের সামনে চুলোচুলি, গ্রেপ্তার সেই ৩ নারী

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১৭, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে চুলোচুলি ও মারামারির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

এছাড়া এ ঘটনা সম্পর্কে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি (গত ১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পড়া নারী ও লাল শাড়ি পড়া নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলো নারীরা। কয়েকজন পুরুষ অবশ্য তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।