কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২৫, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গিতে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা-টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে উঠার একটু আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেলব্রিজে উঠার আগে লাইনচ্যুত হয়। এতে পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।