কুমিল্লামঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হত্যা: বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ধর্মঘটের সাথে কুবি শিক্ষার্থীদের সংহতি

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৭, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা ও নারী-শিশুসহ সাধারণ মানুষের হত্যাযজ্ঞের প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনের জনগণের উপর বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এই হামলা মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র। এ অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ধরনের একাডেমিক ও বাণিজ্যিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলী বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। এর প্রতিবাদে বিশ্বের ছাত্র সমাজের সঙ্গে আমরাও ৭ এপ্রিল ধর্মঘটে অংশ নিচ্ছি।’

আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, ‘গাজার নিরীহ জনগণের উপর এই নিষ্ঠুর আগ্রাসন মানবতার ওপর সরাসরি আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, অবিলম্বে এই সহিংসতা বন্ধ করে গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই—আমরা গাজার পাশে আছি, মানবতার পাশে আছি।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গাজায় হত্যা: বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ধর্মঘটের সাথে কুবি শিক্ষার্থীদের সংহতি

আকাশ আল মামুন, কুবি:

গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা ও নারী-শিশুসহ সাধারণ মানুষের হত্যাযজ্ঞের প্রতিবাদে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনের জনগণের উপর বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এই হামলা মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র। এ অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ধরনের একাডেমিক ও বাণিজ্যিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলী বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। এর প্রতিবাদে বিশ্বের ছাত্র সমাজের সঙ্গে আমরাও ৭ এপ্রিল ধর্মঘটে অংশ নিচ্ছি।’

আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, ‘গাজার নিরীহ জনগণের উপর এই নিষ্ঠুর আগ্রাসন মানবতার ওপর সরাসরি আঘাত। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, অবিলম্বে এই সহিংসতা বন্ধ করে গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই—আমরা গাজার পাশে আছি, মানবতার পাশে আছি।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।