কুমিল্লাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংহতি প্রকাশ কুবি ছাত্রশিবিরের

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১০, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির তৃতীয় দিনের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘Solidarity with Palestine’ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিভিন্ন অনুষদের ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে কুবি শাখা ছাত্রশিবির তাদের কর্মসূচি পালন করেন।

এবিষয়ে কুবি শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসন ও মানবতাবিরোধী গণহত্যার বিরুদ্ধে আমরা নিরব থাকি না, থাকতে পারি না। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দৃঢ়ভাবে তাদের পাশে আছি। ‘Solidarity with Palestine’ কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ব বিবেককে জাগ্রত করতে এবং মানবতার পক্ষের অবস্থান তুলে ধরতে চেষ্টা করেছি।’

উল্লেখ্য, সপ্তাহব্যাপী কর্মসূচিতে রয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, বিক্ষোভ মিছিল, সলিডারিটি উইথ ফিলিস্তিন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি প্রদান, জেলা পর্যায়ে গণ-আন্দোলন ও অনলাইন ক্যাম্পেইন।