কুমিল্লাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় গণহত্যা: কুবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৮, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রদল শাখা অবস্থান কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করে কুবি শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ রহমান শুভ বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় ইজরায়েল কতৃক গনহত্যা হচ্ছে মুসলিম নিধনের নেক্কারজনক হামলা। আমেরিকার সহায়তায় এই গণহত্যা ও ফিলিস্তিন দখলের ষড়যন্ত্র কোনভাবেই পৃথিবীর কোন মুসলমান বেঁচে থাকতে মেনে নিবে না। আল-আকসা ও ফিলিস্তিনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত, আল আকসা রক্ষায় শত শত কোটি মুসলিম জীবন বিলিয়ে দিবো অনায়াসে।

অনতিবিলম্বে ইজরায়েলকে এই গনহত্যা বন্ধসহ ফিলিস্তিনের ভূমি ত্যাগ করার আহ্বান জানান কুবি সদস্য সচিব। তিনি তার বক্তব্যে সম্প্রতি ভারতে মুসলমান বিরোধী “ওয়াকফ বিল” এর চরম বিরোধীতাও করেন। অতি দ্রুত মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে তিনি ভারতের পার্লামেন্টের কাছেও দাবী জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইহুদি রাস্ট্র ইজরায়েল এই হামলা করে ফিলিস্তিন দখল নিতে চায়। আমাদের মুসলিম ভাই বোনদের উপর গনহত্যা চালিয়ে এই ভূমি দখলের নীলনকশা কখনো পৃথিবীর মুসলিম সফল হতে দিবে না। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের ভাই বোনদের রক্ষায় প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিবো।’