কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অর্ধশতাধিক আহত

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেও ব্যর্থ হন পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর ও আশপাশ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার জেলা আ.লীগের পক্ষ থেকে উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ও বিএনপি এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। সকাল থেকে জেলা উপজেলা থেকে দুই দলের নেতাকর্মীরা আসতে শুরু করে। আ.লীগ ও বিএনপির জেলা কার্যালয় শহরের শাপলা চত্বরের কাছাকাছি হওয়ায় উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেমে থেমে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় বিএনপির ২৩ জন ও আ.লীগের ১৭ জন নেতাকর্মী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জেলা আ.লীগের উপদপ্তর সম্পাদক নুরুল আজমসহ ৭/৮জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া পুলিশ ও আমর্ড পুলিশের ৪ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সূত্র: বাংলানিউজ২৪