কুমিল্লামঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্লাব বিশ্বকাপ জিতে কত টাকা পেল চেলসি?

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৪, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


উত্থান-পতন, নাটকীয়তা আর চমকে ভরা এক মাসের টানটান উত্তেজনার পর পর্দা নামল ক্লাব বিশ্বকাপের। আর সেই নাটকের মঞ্চে বাজিমাত করে দিল ইংলিশ ক্লাব চেলসি। টুর্নামেন্টে ‘আন্ডারডগ’ হিসেবে খেলতে আসা দলটি ফাইনালে হট ফেভারিট প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩–০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শুধু ট্রফিই নয়, এই জয়ে চেলসি জিতে নিয়েছে বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারও যা ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের প্রাপ্ত অর্থেরও চেয়ে বেশি!

২০২২ বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, যা সে সময়ের হিসেবে প্রায় ৪৪০ কোটি টাকা, আর বর্তমান মানে প্রায় ৫১০ কোটি ৬০ লাখ টাকার বেশি। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের জন্য ফিফা নির্ধারিত মোট প্রাইজমানি ছিল ১ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার কোটি)।

চ্যাম্পিয়ন চেলসি এই টুর্নামেন্ট থেকে সব মিলিয়ে আয় করেছে ১১ কোটি ৩০ লাখ ডলার যা বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৩৩৭ কোটি। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণ করেই তাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার (৩৪৪ কোটি টাকা)। বাকি ৮ কোটি ৪৬ লাখ ডলার এসেছে পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে, যার মধ্যে শুধুমাত্র ফাইনাল জিতে পেয়েছে প্রায় ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)।

ফাইনালে হেরে গেলেও পিএসজি আয় করেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২৮৬ কোটি টাকা। অর্থাৎ, বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা যেটা পেয়েছিল তার চেয়েও বেশি অর্থ পুরস্কার মিলেছে ক্লাব বিশ্বকাপ রানার্স আপ পিএসজির।

আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে খেলে তারা পেয়েছে ৮ কোটি ৯৭ লাখ ডলার (১ হাজার ৯১ কোটি টাকা)। আর অন্য সেমিফাইনালিস্ট ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স পেয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলার (৮২৭ কোটি টাকা)।

যেভাবে ভাগ করা হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের অর্থ পুরষ্কার :
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুসারে, ক্লাব বিশ্বকাপের প্রতিটি ধাপে নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে বরাদ্দ ছিল। গ্রুপ পর্বে প্রতি জয়ে পেয়েছে ১.৫ মিলিয়ন পাউন্ড, ড্র ম্যাচে ৭.৫ লাখ এবং গ্রুপ পর্ব পার হলে আরও ৫.৪ মিলিয়ন পাউন্ড। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রত্যেকটি দল পেয়েছে ৯.৫ মিলিয়ন, সেমিফাইনালে খেলা দলগুলো পেয়েছে ১৫.২ মিলিয়ন, আর ফাইনালে ওঠার জন্য মিলেছে ২১.৮ মিলিয়ন পাউন্ড আর চ্যাম্পিয়ন দল পেয়েছে অতিরিক্ত ৭.৫ মিলিয়ন পাউন্ড।