কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেমন কাটছে রবিনহোর জেল জীবনে প্রতিটি দিন?

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৩০, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:


ইতালিতে ধর্ষণের দায়ে নয় বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ব্রাজিলের সাবেক ফুটবলার রবসন ডি সুজা, যাকে বিশ্বজুড়ে রবিনহো নামে চেনে সবাই। বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর একটি জেলে রয়েছেন তিনি। ২০২৪ সাল থেকে তিনি জেল খাটছেন। সাম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি নিজেই জানিয়েছেন জেল জীবন কেমন কাটছে।

৪১ বছর বয়সি সাবেক এই তারকা ফুটবলারের বক্তব্য, ‘আমার সঙ্গে অন্য কয়েদিদের মতোই আচরণ করা হয়। ফুটবলার হওয়ায় কোনো বিশেষ সুবিধা পাই না।’ তিনি বলেন, ‘আমরা একই খাবার খাই, একই সময়ে ঘুমাই, একই রুটিন পালন করি। রোববার ছুটির দিনে ফুটবল খেলার অনুমতি পাই।’

রবিনহো আরও জানিয়েছেন, ‘কারও সঙ্গে কোনো ঝগড়া হয়নি। দর্শনার্থীরা শনিবার ও রবিবার এসে সাক্ষাৎ করতে পারে। আমার স্ত্রী কখনো একা আসে না; বাচ্চাদের সঙ্গে আসে। বড় ছেলে ফুটবল খেলে, ছোট দুই সন্তান মায়ের সঙ্গে থাকে। দেড় বছর হলো জেলে আছি।’

এর আগে, ২০১৩ সালের জানুয়ারিতে এসি মিলানের হয়ে খেলতে গিয়ে ইতালিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হন রবিনহো। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ব্রাজিলে পাঠায়। দেশে পৌঁছানোর পরই গ্রেফতার হন তিনি। তখন থেকে এই সাবেক তারকা জেল জীবন কাটাচ্ছেন।