কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেউ ভবিষ্যতে টাকা পাচার করলে কী হবে জানালেন অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনীতিতে দীর্ঘদিন ধরে চলা লুটপাটের চক্র থেকে বেরিয়ে আসার জন্য কাজ চলছে। শুধু উন্নয়নের বাহ্যিক দিক তুলে ধরার প্রবণতা পরিবর্তন করে টেকসই উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।

অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব খাতে পলিসি আর ইমপ্লিমেন্টশন আলাদা করা হবে।

তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অনেক প্রকল্প গ্রহণ করা হলেও, সেগুলোর কার্যকারিতা যাচাই করা হয়নি। সংস্কারের ক্ষেত্রে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। তবে তিনি সতর্ক করেন, অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি অংশীদাররা সহযোগিতা কমিয়ে দেবে।

টাকা পাচার বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করা টাকা ফেরত আনার উদ্যোগও চলছে। ভবিষ্যতে প্রাইভেট কিংবা পাবলিক, যে-ই টাকা পাচার করুক, তাকে ধরা হবে।