কুমিল্লাশুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে  বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন-প্রশাসন জবাব চাই’, ‘কুয়েটে হামলা কেন-জবাব চাই জবাব চাই’ ‘ছাত্রদলের সন্ত্রাসীরা-হুঁশিয়ার সাবধান’, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি-চলবে না চলবে না’ একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বায়ান্নর হাতিয়ার গর্জে উঠো আরেকবার স্লোগান দেন।

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী  হান্নান রহীম বলেন, “আজ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর  ক্যাম্পাসে  নির্মম হামলা হয়েছে। তাদের দাবি ছিল ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবেনা। এর পরেও ভাড়া করা সন্ত্রাসী এবং ছাত্রদলের সন্ত্রাসীদের  দিয়ে হামলা করা হয়েছে,আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের কাছে আমরা  সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের দ্রুত  শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি,  এর যদি না হয়, তাহলে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।

এছাড়া তিনি ছাত্রদলকে হুশিয়ারি করে বলেন, আপনারা ছাত্রলীগের পথে হাঁটবেন না, সাধারণ ছাত্ররাই এই  ছাত্রলীগকে গদি থেকে নামিয়েছে, আপনারা যদি এই পথে হাঁটেন সাধারণ শিক্ষার্থীরা বসে থাকবেনা”।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ  বলেন, ফ্যাসিবাদের দোসররা মনে করেছিল আমরা চব্বিশের  যোদ্ধা যারা রাজপথে রক্ত দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করেছি তারা ঘুমিয়ে গেছি। তাদের বলতে চাই আমার ঘুমিয়ে যাইনি। কুয়েটে আমার ভাইয়ের ওপর যে হামলা হয়েছে আমরা এই মিছিলের মাধ্যমে হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ন্যাক্কারজনক হামলার বিচার দেখতে চাই।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে সব ধরনের রাজনীতি বন্ধেরও দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।