কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-৫ আসনে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী জাহেরকে জরিমানা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে। রোববার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, রোববার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ইসলামপুর এলাকায় আবু জাহেরের পক্ষে রঙিন ব্যানার টানিয়ে নির্বাচনি প্রচারণা চালানোয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রার্থীর সমর্থক মো. আবির হোসেনকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে। এ কাজে সহযোগিতা করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। তিনি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।