ডেস্ক রিপোর্ট:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লা সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে বিএসএফ গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পাঠায়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। বিজিবির টহলদল তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে। আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে দাবি করছে। বর্তমানে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত যাচাই-বাছাই শেষে তাদেরকে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।