কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে এক কোটি বিশ লক্ষ টাকার ইয়াবা আটক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১২, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের ভেতরে কেরানীনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, আটক ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক নিস্পত্তি করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার দমন করতে কুমিল্লা ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।