কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদর দক্ষিণে ২টি বিদেশি পিস্তল ও গাঁজা উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৩, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় গাঁজার ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে কুমিল্লা যশপুর বিওপির আওতাধীন ধনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ১০ বিজিবির সিওই লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার যশোর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে গাঁজার ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।