কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সদর দক্ষিণে বাসায় প্রবেশ করে ৯ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৫, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের শ্রীবল্লভপুরে বাসায় প্রবেশ করে ছোরা দেখিয়ে ৯ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা এবং স্যামসাং মোবাইল নিয়ে গেছে অজ্ঞাত দুই চোর।

শুক্রবার ভোররাতে সদর দক্ষিণের শ্রীবল্লভপুরের পূর্ব পাড়ার সৌদি প্রবাসীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সদর দক্ষিণ থানায় সৌদি প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী শিরীন আক্তার (২৯) একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে শিরীন আক্তার জানান, তার স্বামী সৌদি আরব প্রবাসী। এক ছেলে ইউছুফ কে নিয়ে বর্তমান ঠিকানার বাসায় বসবাস করছেন।

রাত আনুমানিক আড়াইটার সময় বাসার দোতলাতে ভিতরে চোরের আনাগোনার শব্দ শুনে ঘুম ভাঙ্গে। তখন বাসার লাইট জালিয়ে দেখি যে ২ জন চোর বাসায় চুরি করতেছে। চিৎকার করলে তারা আমাকে ও আমার ছেলেকে তাহাদের নিকট থাকা ছোরা দেখিয়ে ভয় দেখায়। ফলে জীবনের ভয়ে চিৎকার করিনি ।

তারা আমার কাছ থেকে আলমারীর ও ওয়ারড্রোবের চাবি নিয়ে তা খোলে কানের ৭ জোড়া ছোট বড় স্বর্ণের জিনিস, ৪টি গলার স্বর্ণের চেইন, ৫ টি স্বর্ণের আংটি ও ১ টি স্বর্ণের নেকলেসসহ আনুমানিক ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকাসহ আমার স্যামসাং ডোজ মোবাইল ফোনটি নিয়ে যায়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মামুন জানান, এ বিষয়ে তদন্ত চলছে।