কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মুরাদনগর পর্নোগ্রাফি মামলায় ৪জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় ৪ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলি আদালতের বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় ৪ জনকে আদালতে উঠানো হয়। এই মামলা তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক রুহুল আমিন ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলি আদালতের বিচারক মমিনুল হক ৪ জন আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করে।

কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, মুরাদনগর উপজেলার ওই গ্রামের ওই গ্রামের— সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

এর আগে, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমান পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।