কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মহানগরের ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইয়াবা-গাঁজাসহ আটক

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) ৬ হাজার ২ শত পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও নগদ অর্থসহ আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ৮ টায় কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

আটক হওয়া মেহেদী হাসান কুমিল্লা মহানগরীর ২২ নং ওয়ার্ডের থোকন মিয়ার ছেলে।

‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকসহ মেহেদী হাসানকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ছাত্রলীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন, মেহেদী হাসান কুমিল্লা মহানগর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।

সূত্র জানায়, মেহেদীর বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও সাতটি মামলা রয়েছে।

শনিবার দুপুরে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মেহেদী হাসান কোন রাজনীতি দলের সাথে সম্পৃক্ত কিনা তা জানেন না বলেছেন ওসি।