রাশেদ হোসাইন:
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের বিদায়ী স্মরণিকা “সমতট-১২” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান প্রফেসর মো. শহিদ উল্লা মজুমদার। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. মো. হাবীবুর রহমান খোকন।
এ ছাড়াও স্মরণিকা আহ্বায়ক সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, প্রভাষক মো. মহিউদ্দিন ও প্রভাষক মো. শাহজাহান শাহীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থী মো. হাবিব খান ও জান্নাতুল রিপাত আখি সঞ্চালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে অতিথিরা স্মরণিকা প্রকাশকে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং আগামীর পথচলায় তাদের সাফল্য কামনা করেন।












