কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮.৪২, এগিয়ে ছেলেরা

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৮, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এই বোর্ডের অধীনে বছর ১ লক্ষ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাস করেছে ১ লক্ষ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বোর্ডে সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে। কম পাস করেছে মানবিকে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী।

বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ১৪ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোঃ আসাদুজ্জামান জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি।