ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুদক কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়। এদিন সারা দেশে একসঙ্গে ৩৫টি বিআরটিএ অফিসে অভিযান চালায় দুদক।
কুমিল্লা বিআরটিএ অফিসের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগুলো হলো সরকারি অর্থের বাইরে টাকা আদায়, দালালদের মাধ্যমে বিভিন্ন গাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রদান, টাকা না দিলে লাইসেন্স প্রদানে বিলম্ব ইত্যাদি। এমন অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
কুমিল্লা দুদক সহকারী পরিচালক মাসুম আলী বলেন, ‘বিআরটিএর কুমিল্লা অফিসে নানা অনিয়ম চলে আসছিল। আমরা কিছু সেবাগ্রহীতা থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাই। এখানকার আনসার বাহিনীর কিছু সদস্য দায়িত্ব পালনের সময় এসব কাজে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে। আমরা প্রথমে ছদ্মবেশে অভিযান পরিচালনা করি।’
তিনি আরো বলেন, ‘অভিযানে সেবাগ্রহীতাদের সব অভিযোগের সত্যতা পাই। তবে আনসার বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ অফিসের কোনো কর্মকর্তা কোনো অনিয়মে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া এ অফিসের কোনো কর্মকর্তা বাহিরে কাজ করছে কি না- তাদের রেকর্ডপত্র আমরা চেয়েছি। তা পর্যালোচনা করে কিছু পেলে গণমাধ্যমকে জানানো হবে।’