কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বরুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে মাহিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

মাহিন বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী(নালার পাড়) গ্রামের আবু হানিফের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার সকাল থেকে পারিবারিক কাজে ব্যস্ত ছিল মাহিনের মা। মাহিনের কথা একেবারে খেয়াল ছিল না তার মায়ের। এ দিকে মাহিন বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলতে গিয়ে হটাৎ পুকুরের পানিতে পড়ে যায়। মাহিনের মায়ের হটাৎ খেয়াল হয় ছেলে কোথায়।অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে পায় মাহিনকে। প্রতিবেশীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালাম মিয়াজী বিষয়টি নিশ্চিত করেছেন।