কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নগরীতে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে হত্যা

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে মাহি আলম ওরফে মারুফ নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহি আলম (১৭) কুমিল্লা নগরের শাকতলা এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিসহ আরও কয়েকজন কিশোর ময়নামতি রেলস্টেশনের পাশে লুডু খেলছিল। খেলার সময় পাশের রামনগর এলাকার এক কিশোরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে সেই কিশোর মাহির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মাহিকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় এসে কুমিল্লা-নোয়াখালী সড়কে অবরোধ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক কবির হোসেন জানান, মাহি হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।