প্রথমবারের মতো কুমিল্লা নগরীতে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। সিটির দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এবং বাগিচাগাঁও ভুতের গলি সরদার বাড়ি এলাকার দুইজন ডেঙ্গু রোগী কুমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এরাই স্থানীয়ভাবে আক্রান্ত, তাদের কোন ট্রাভেল হিস্ট্রি নেই।
শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. আজিজুর রহমান জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনে স্থানীয়ভাবে আক্রান্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সেইসব এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া যায় কিনা সে বিষয়টি পরীক্ষা করে দেখতে হবে। এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গাগুলোতে গুরুত্বের অনুসারে লার্ভা আছে কিনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগকে কাজ করতে হবে।
এদিকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সুত্র জানা যায়, জেলায় মোট ৬৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছে। এর মধ্যে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলায় স্থানীয়ভাবে বেড়েছে আরো ৯ জন নতুন রোগী।
কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানায়, সিটি কর্পোরেশনের যেসব এলাকায় ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছেন সে সব এলাকায় লেডিস মশা লার্ভা আছে কিনা পরীক্ষার জন্য টিম পাঠানো হবে। তবে এডিস মশা নির্মূলপ সচেতনতামূলক প্রোগ্রাম চলছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম জানান, আমরা প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে মশক নিধনের জন্য ঔষধ সরবরাহ করেছি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনে কাজ চলছে।