স্টাফ রিপোর্টার:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক দর্শনার্থীর মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ বিকেলে আটককৃত শান্ত কারাভ্যন্তরে হাজতি বন্দি নং-৪০০১/২৪ মোতালেব হোসেনের জন্য ১ জোড়া চামড়ার জুতা ও কাপড় নিয়ে কারাক্যান্টিনে উপস্থিত হন।
দায়িত্বরত কারারক্ষী মোঃ মাসুদের সন্দেহ হলে তিনি জুতা জোড়া সহকারী কারারক্ষী মোঃ সাইফুল ইসলাম সানিকে দেখান। পরবর্তীতে জুতা পরীক্ষা করে নিচের অংশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ০৩ (তিন) প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত শান্ত বাদশা মিয়ার বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে।
ঘটনায় অভিযুক্ত শান্তকে আটক করে রিজার্ভ গার্ডে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কাজ চলছে বলে কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানানো হয়েছে।