কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩০, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনে কুমিল্লায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে নগর উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড.আসাদুজ্জামান।

এ সময় বিভিন্ন বাহিনীর সদস্যগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটির উপর আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের কে পুরস্কার বিতরণ করা হয় ।