কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাকে বাচাতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ২৪, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক আহমেদ।
নিহত দেলোয়ার হোসেন নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা দক্ষিণপাড়া গ্রামে বশির মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২৪ই জুন) বেলা ১২ টার সময় ঘাতক বড় ভাই রমজান তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। এক পর্যায়ে ঘাতক রমজান একটি ছুরি নিয়ে তার মাকে মারতে যায়। এমন চিৎকার শুনে নিহত দেলোয়ার ঘর থেকে বের হয়ে মায়ের পক্ষ নিয়ে তার বড় ভাই ঘাতক রমজানের সাথে বাকবিতন্ড করে। বাকবিতন্ডের এক পর্যায়ে ঘাতক রমজান তার হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাই দেলোয়ারের গলায় আঘাত করলে দেলোয়ার সাথে সাথে মাটিতে লুটে পড়ে। দেলোয়ারকে তার পরিবারের সদস্যরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক আহমেদ জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের কাছ তথ্য নিয়েছি, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এইদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এখনো নিহতের পরিবার থানায় মামলার জন্য আসে নি তবে মরদেহ দাফনের পর মামলা রুজু করা হবে।