স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় পৃথক দুটি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ই জুলাই) রাতে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ ও বাঙ্গরা বাজার থানার পুলিশের পৃথক দুটি অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ১৪২ কেজি গাঁজা ১২০০ পিছ ইয়াবা, ২ টি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কোতোয়ালি থানার জালুয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (৩১), ৯ নং ওয়ার্ডের মোঃ সোহেল মিয়া(২২), কামালপুর(সরকার বাড়ী) রফিক সরকারের ছেলে, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কাইমপুর ইউনিয়নের জাজিসার পশ্চিম পাড়ার হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক লিপু (২৪) এবং মৃত হারুন মিয়ার ছেলে সিজান আহমেদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ই জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানার হাউজিং এষ্টেট এলাকার ব্লক-এল, সেকশন-০৪ এর হাউজিং এষ্টেট এন্ড কলেজ এর সামনে পরিত্যক্ত বিল্ডিংয়ের বাউন্ডারী ওয়ালের ভিতর একটি অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বর বিহীন ধূসর রংয়ের FZS V3 মোটরসাইকেলসহ আসামী শাকিলকে গ্রেফতার করে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর আসামী নগরীর কাটাবিল এলাকার শাহজাহান মিয়ার ছেলে অপু (৩৪) দৌড়ে পালিয়ে যায়।
একই রাতে অপর আরেকটি অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার পুলিশ অভিযান পরিচালনা করে বাঙ্গরা বাজার থানার ০৩নং আন্দিকুট ইউপির পাক দেওড়া দক্ষিণ পাড়া এলাকার জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর চেকপোস্টের মাধ্যমে একই সাথে পৃথক পৃথক দুটি সিএনজি অটোরিকশা সন্দেহজনকভাবে আটকিয়ে তল্লাশি করে ৪৮ কেজি ও ৩২ কেজি মোট ৮০কেজি গাঁজাসহ ৩ জন আসামী গ্রেফতার করে। এই সময় অটোরিকশা দুইটি জব্দ করা হয়।
এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান, দুইটি পৃথক ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এবং
বাঙ্গরা বাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এইছাড়া আসামী মোঃ শাকিল এর বিরুদ্ধে পূর্বের মাদক ও চুরির ৫টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ অপুর বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি, মারামারিসহ পূর্বের ১০টি মামলা রয়েছে।