কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৯, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অন্য একটি অভিযানে হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা কমার্স কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ শরীফপুর গ্রামের টনু মিয়া এর ছেলে মোঃ রাকিব । জেলার বুড়িচং থানার পূর্ব খোদাইতলী গ্রামের মৃত জজু মিয়া এর ছেলে মোঃ ডালিম ও একই থানার মিরপুর গ্রামের লিটন মিয়া এর ছেলে আলামিন ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।