কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় পন্য উদ্ধার

প্রতিবেদক
CUMILLA PRESS
নভেম্বর ১১, ২০২১ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ

কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অভিযানে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় পন্য উদ্ধার করে।

বুধবার (১০ই নভেম্বর) রাত ৮ঃ৩০ মিনিটে কুমিল্লা জেলা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নগরীর অশোকতলা এলাকার মেট্রো কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে আট লক্ষ টাকার ভারতীয় অবৈধ পন্য উদ্ধার করে।

উক্ত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় বাবা জর্দা, রত্নাটোবাকো, বাজাজ আমলা, পান মাসালা, কাস্তুরী জর্দা সহ প্রায় ৮০.২৬ কেজি যার বর্তমান বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকার ভারতীয় পন্য এবং পন্য বহনকারী মোঃ আমীর হোসেন, মেট্রো কুরিয়ার সার্ভিসের এর কর্মচারী আব্দুল রহিম, ও মোঃ শামীম নামের তিনজনকে প্রাথমিকভাবে আটক করে।

পরে কুমিল্লা জেলা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের পক্ষ থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনরেট কুমিল্লা কার্যালয়কে অভিযানের বিষয়টি অবহিতপূর্বক আটককৃত পন্য সহ তিনজনকে হস্তান্তর করে।

উল্লেখিত চুরাই পথে আনা ভারতীয় অবৈধ পন্য গুলো কুমিল্লা থেকে ঢাকা বংশালে আলাউদ্দিন নামে এক ব্যাক্তির ঠিকানায় পাঠানোর জন্য মেট্রো কুরিয়ার সার্ভিসে আনা হয়। কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।