ডেস্ক রিপোর্ট:
চৈত্রের বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে তীব্র গরমের অনুভূতি কিছুটা কমলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ এখনো ৩৫ ডিগ্রির ঘরেই রয়েছে। এই অবস্থায় রাতের মধ্যে দেশের ৬ বিভাগের ২৭ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে এই আবহাওয়াবিদ জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও নড়াইল এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার উপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগের সব জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) ছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া একই সময়ে বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, ভোলা পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।