কুমিল্লাশুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক আর নেই

প্রতিবেদক
Palash Khandakar
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ১৭ ফেব্রুয়ারি, সোমবার বেলা ১২টায় কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরার উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টা ৫৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তার প্রথম জানাজা সোমবার মাগরিবের নামাজের পর কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা এশার নামাজের পর অশোকতলা জামে মসজিদে সম্পন্ন হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক বলেন, “সাদেক ভাই একজন গুণী মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সাংবাদিকতায় অবদান রেখেছেন। তার মতো মানুষের চলে যাওয়া কুমিল্লার সাংবাদিক সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”