দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে শতদল ক্লাব।
ব্রাহ্মণপাড়া উপজেলার দেউষ,চৌব্বাস, সাজঘর, কালেমকান্দি সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন শতদল ক্লাব।
প্রতিটি পরিবারকে শুকনো খাবার,ভারি খাবার এবং বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ উপহার স্বরুপ দেওয়া হচ্ছে। এ ছাড়াও শিশুদের প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা দেওয়া হবে। শতদল ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান ব্রাহ্মণপাড়া উপজেলার জনসাধারণ।
শতদল ক্লাবের সদস্যরা বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, এবং দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান। সদস্যরা আরোও বলেন, আমরা এখন পর্যন্ত আমরা শুকনো ও ভারি খাবার মিলিয়ে ৫০০০ (পাচ হাজার) প্যাকেট খাবার বিতরণ করেছি ।
তবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সব সময় শতদল ক্লাব থাকবে। যে কোন জায়গায় দূর্যোগ মোকাবেলায় শতদল ক্লাব তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবে। এবং বন্যার পরবর্তী সময়ে ও রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন কাজের শতদল ক্লাব সবসময় থাকবে।