কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচংয়ে হাজী কল্যাণ সোসাইটির উদ্যোগে সেমিনার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৪, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া:

বুড়িচং হাজী কল্যাণ সোসাইটির উদ্যোগে “হজ্জ শেষে, একজন হাজীর জীবন কেমন হবে”? শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সেমিনার কক্ষে আল্লাহর অনুগ্রহে যারা ক্বাবা তাওয়াফসহ মীনা, মুজদালিফা ও আরাফাতে অবস্থান করেছিলেন তাদের উপস্থিতিতে এবং অধ্যক্ষ মোঃ আবু তাহের এর সভাপতিত্বে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে অনলাইন জুমে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব ও হজ্জ কাউন্সিলর আলহাজ্জ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কুরআন শিক্ষা ও গবেষণা প্রশিক্ষণ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর আবদুল-হেল বাকী।

এ সময় আরো বক্তব্য রাখেন, বুড়িচং হাজী কল্যাণ সোসাইটির সদস্য অধ্যাপক আবদুল আউয়াল, মোঃ তোফায়েল ইসলাম, আলহাজ্জ মোঃ শাহ আলম, আলহাজ্জ আবদুল ওয়াদুদ, আলহাজ্জ ওমর ফারুক সুমন ও মোঃ মাসুদ রানা।
সেমিনারে বুড়িচং, যদুপুর, জগৎপুর, আরাগ, বাকশশীমূল, খাড়াতাইয়া ও শিবরামপুরের শতাধিক হাজী অংশগ্রহন করেন।