কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার বুড়িচংয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার বুড়িচং উপজেলার মাতলারচর এলাকায় স্কুলছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. নবীকে (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ প্রধান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতলারচর এলাকায় স্কুলছাত্রীকে (৬) ধর্ষণের চেষ্টা করেন মো. নবী নামের এক ব্যক্তি। এ ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামি মো. নবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তার উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের মাতালারচর মাস্টার বাড়ির আব্দুর রহিমের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী গত সোমবার বেলা তিনটার দিকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের ভেতর খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির মো. নবী সেখানে গিয়ে টাকা ও চকলেট দেবেন বলে প্রলোভন দেখিয়ে তাকে তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেন।

পরবর্তীতে শিশু তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এতে ভয় পেয়ে অভিযুক্ত ওই তাকে ২০ টাকা দিয়ে কাউকে কিছু না বলার জন্য বলে। বিষয়টি শিশুটির মা জানতে পেরে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নবী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন।’