বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় রাত সাড়ে ৯ টায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আবদুর রহিম।
নিহত নুরুল ইসলাম কুমিল্লা নগরীর ১৫নং ওয়ার্ডের কাশারীপট্টী এলাকার মৃত. খিরু মিয়ার ছোট ছেলে। নিহত নুরুল ইসলামের ১ মেয়ে এবং ১ ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, নুরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিশা প্লাস নামের একটি বাস এসে তাকে চাঁপা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুম্মার নামাজের পরে কাশারীপট্টি জামে মসজিদের সামনে নুর ইসলামের জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়িয়েছেন কাশারীপট্টি জামে মসজিদের পেশ ইমাম মাও. তাজুল ইসলাম আল ক্বাদেরি।
এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার সর্দার, পশু চিকিৎসক আবু কায়সার হানিফ, বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, ফয়সল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ নাসিম, সমাজসেবক নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজি সাজু, সাবেক বিজিবি সদস্য কাজী আলী আফতাব, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সমাজসেবক আব্দুর রহিম, মনির হোসেন, কুমিল্লা টোয়েন্টি ফোরের সিইও তামজিদ হোসেন লিপু, হাজী মাসুক, জুয়েল, সোহাগ মিয়া, চাকুরীজীবি আশিকুর রহমান মামুন , যুবদল নেতা আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা জান ইসলাম, চ্যানেল বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, শাহিন, মাহফুজ সুমন, মামুন, জহির, নিহতের বড় ভাই সাহিদ ও আসলামসহ পরিবারের সদস্যরা।
এর আগে রাতে নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্তনা দেন মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। এছাড়া শোক প্রকাশ করেন কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন মিঠু, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও মহানগর যুবলীগের নির্বাহী সদস্য, পুরাতন মৌলভীপাড়ার সর্দার রোকন উদ্দিন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত নুরুল ইসলাম মিয়া একজন সমাজসেবক ছিলেন। সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে লিপ্ত ছিলেন। মাদক বিরোধী কাজে এবং সমাজের অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা করতেন।