কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু!

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৬, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে পরিবারের সবাই খাবার খেতে বসলে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমা হওয়া সামান্য পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরে থেকে শিশু মিনহাজের মৃত্যু হয়।

পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার জানান, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার জানায়, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।