স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাঙ্গলকোট বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন আসার সময় রেলগেটে ব্যারিকেড দেওয়া হয়। ওই নারী ব্যারিকেডের নিচ দিয়ে পারাপার হওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে বাধা দেয়। কিন্তু তিনি বাধা উপেক্ষা করে পারাপার করতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাষ্টার জামাল হোসেন বলেন, “সকালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বাড়ি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।”
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”