কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকচাপায় প্রাণ গেল সিএনজি যাত্রীর

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২১, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার দেবীদ্বারে একটি মালবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন চালকসহ আরো চারজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াহেদ সরকার (৭০)। তিনি কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে সিএনজি চালক আবুল কাসেমকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা হলেন— নাঈম (২৬), তাহসিন (১৮), এবং এক অজ্ঞাতপরিচয় (৪০) বছর বয়সী নারী। বাকিদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আহত যাত্রী তাহসিন জানান, কংশনগর থেকে দেবীদ্বারের উদ্দেশে যাত্রাকালে চরবাকর এলাকায় একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।

সিএনজিচালক কুকুরটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে চালকসহ সব যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াহেদ সরকারকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত চালককে কুমেক হাসপাতালে রেফার করা হয়।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম বলেন, ‘দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়, তাদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি নিহতের স্বজনরা লাশটি বাড়িতে নিয়ে গেছেন। আমরা তার বাড়িতে যাচ্ছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।