স্টাফ রিপোটার:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মিছিলের মাধ্যমে নাশকতা চেষ্টার অভিযোগে উপজেলার গুনবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সোমবার (১০ই নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, আনোয়ার হোসেন উপজেলা পরিষদে অবস্থান করছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। আটককৃত আনোয়ারে হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আটক করা হয়েছে।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।












