ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চার কেজি গাঁজা ও ৩৯৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।
আটকরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের বাসিন্দা মো. আব্দুল কুদ্দুস (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের বাসিন্দা মো. মীর হোসেন ভূঁইয়া (৪০), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম মিরসরাই গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন (৪৫) এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াছিন (৫০)।
মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়ে পরিদর্শক গুলজার আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথা এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের ইসলামিয়া ট্রাক হোটেলে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী।
এ সময় ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও চার কেজি গাঁজাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন, একটি বাটন ফোনসহ মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়েছে। পরে আটকদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক ব্যবসা চলছে।
এসব হোটেলের মালিকরাই তাদের কর্মচারীদের মাধ্যমে ট্রাক ড্রাইভার-হেলপারসহ এলাকার যুব সমাজের হাতে মাদক তুলে দিচ্ছে। বিভিন্ন তথ্য-প্রমাণ ও অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ইতোমধ্যেই মাদক বেচাকেনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিষয়ে থানা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।