কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ডের গাড়িতে আগুন

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ৩, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শনিবার সকাল থেকেই দেশব্যাপী শুরু হয়। তারই ধারাবাহিকতায় কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শতাধিক বিক্ষোভকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

চান্দিনা থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ বিষয়টি করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৌম চৌধুরী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, যাতে তারা রাস্তা ছেড়ে দেন। এমন সময় আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে সহকারী কমিশনার (ভূমি) গাড়িতে আগুন লাগিয়ে দেন।