কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার গোমতীর পানি কমতে শুরু করেছে, ভাসছে বুড়িচং

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৪, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার গোমতী নদীর পানি ধীরে ধীরে কমছে। গত কয়েক দিনে ভারতের উজান থেকে আসা পানির প্রবাহের কারণে গোমতী নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা একটি রেকর্ড। এর আগে কখনও গোমতীতে এত পানি দেখা যায়নি।

শনিবার (২৪ আগস্ট) সকাল ৯টার সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নদীর পানি প্রায় ৩৬ সেন্টিমিটার কমেছে। তবে বুড়িচংয়ের নতুন নতুন এলাকা এখনো প্লাবিত হচ্ছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বুড়িচং এলাকায় গোমতীর বাঁধ ভাঙার ফলে শক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করেছে। বর্তমানে ৩৬ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আশা করছি উজানে বৃষ্টি না হলে ধীরে ধীরে পানি কমে যাবে। তবে এখনো আমরা ঝুঁকিতে রয়েছি। যা খুবই বিপজ্জনক।

তিনি আরও বলেন, বুড়বুড়িয়া এলাকায় ধসে পাড়া গোমতী বাঁধ ক্রমেই প্রসস্ত হয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় দেড় থেকে পৌনে দুইশো মিটার প্রসস্ত হয়ে নদী থেকে পানি বের হয়ে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে শনিবার সকাল পর্যন্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।