কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় ৬৭ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থান করা এসব মানুষের জন্য কিছু খাদ্য সহায়তা এলেও শিশুদের খাদ্য সংকট রয়ে গেছে। শিশুদের জন্য মূলত শুকনো বিস্কুট ও কলা ছাড়া অন্য কোনও খাবার নেই, যা তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না। ফলে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের অভাব প্রকট।
জেলার বুড়িচং উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় দুই শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের মতো ৫ বছরের নিচের শিশু। এসব শিশুদের জন্য পর্যাপ্ত খাবার নেই, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বাকশীমুল গ্রামের বাসিন্দা মো. জসীম উদ্দিন ও তার স্ত্রী জেসমিন আক্তার বানের জলে তাদের বাড়ি হারিয়ে দুই বছরের কন্যা মরিয়ম আক্তারসহ ফকিরবাজার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
জসীম উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতি জানান, মাস দুয়েক আগে মায়ের দুধ খাওয়া ছাড়ে মরিয়ম। দুই বছরের মরিয়ম ভারী কোনো খাবার খেত না। গরুর দুধ মিশিয়ে নরম ভাত কসলিয়ে দিলে খেত। এছাড়াও বুকের দুধ ছাড়ার পর থেকে গরুর দুধে অভ্যস্ত মরিয়ম।
গত দুদিন ধরে সেসব খাবারের কিছুই পাচ্ছে না সে। আশ্রয় কেন্দ্রে বিভিন্ন মাধ্যম থেকে রান্না করা ভাত, তরকারি, বিস্কুট, পাউরুটি, কলা ইত্যাদি খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। এসব খাবার একেবারেই মুখে নিতে চায় না দুই বছরের এই শিশুটি।
ফলে ভিটেমাটি ছাড়া হওয়ার পর থেকেই কেমন হয়ে যাচ্ছে মরিয়ম। যেসব সংস্থা আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সহায়তা দিচ্ছে, তাদের খাবার তালিকায় শিশুদের খাদ্যও রাখার অনুরোধ জানিয়েছেন এই দম্পতি।
ভরাসার উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ইছাপুরা এলাকার বানভাসি রুমা আক্তার ও জয়নাল আবেদীন। তাদের কোলে ১৬ মাসের পুত্র সন্তান আব্দুল্লাহ।
এই দম্পতি জানান, আব্দুল্লাহ এখনও মায়ের দুধ খায়। তিনদিন ধরে আশ্রয়কেন্দ্রে আছি। আশ্রয়কেন্দ্রে ওঠার পর থেকে বুকের দুধ একেবারেই মুখে নিতে চাচ্ছে না ছেলেটা। আশ্রয়কেন্দ্রে অপরিচিত মানুষ আর মানুষের কোলাহল থাকে সবসময়। মানুষের কারণে যত্ন করে দুধ খাওয়ানোর সঠিক পরিবেশ থাকে না।
ফলে শিশু আব্দুল্লাহর খাদ্য নিয়ে দুশ্চিন্তায় মা-বাবা। নিয়মমতো খাবার মুখে না নিলে পুষ্টিহীনতাসহ নানান স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করে সরকার ও মানবিক সংগঠনগুলোর প্রতি শিশুখাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানান এই মা-বাবা।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলাজুড়ে ৭১৪টি কেন্দ্রে ১৫ হাজার ৫৯ জন বিভিন্ন বয়সের শিশু আশ্রয় নিয়েছে। এসব শিশুদের মধ্যে যাদের বয়স ৩ বছরের ওপরে তাদের শুকনো বিস্কুট ও কলা খাইয়ে কোনোরকম দিন পার করা গেলেও, যাদের বয়স ১ থেকে তিন বছরের মধ্যে সেসব শিশুদের নিয়ে মহা দুঃশ্চিতায় আছেন তাদের অভিভাবকরা।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, শিশুদের বিষয়টি মাথায় রেখে আমরা সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা দিচ্ছি।