স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বিজিবির অভিযানে ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোন আটক করা হয়েছে। মঙ্গলবার (৩জুন) মধ্যরাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় মোবাইল ফোন বহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়।
ভারতীয় অবৈধ মোবাইল ফোন আটকের বিষয়টি মঙ্গলবার দুপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি ১০।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ফোনের একটি চোরাচালানের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবেরবাজার বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় বিজিবির অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ অবৈধ ভারতীয় ১৮১টি নতুন এবং ৯৩টি পুরাতন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে।
জব্দকৃত ভারতীয় অবৈধমোবাইল ফোন গুলোর জব্দ তালিকা করে বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।