কুমিল্লাবুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৬৯০ পিস ভারতীয় শাড়ী আটক, যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ২, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বিজিবির একটি বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০। সোমবার (২ ডিসেম্বর) ভোরে কুমিল্লা মিয়া বাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান করে কটকবাজার বিওপির একটি বিশেষ দল। এই সময় ৪৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন শাড়ী উদ্ধার করে।

সোমবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোস্ট এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত মেইন পিলার ২১০০/এম থেকে ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার সীমান্তবর্তী এলাকা ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বিজিবি প্রতিনিয়ত করে হচ্ছে। তারই অংশ হিসেবে বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যের শাড়ির জব্দ করে। জব্দকৃত শাড়ির জব্দতালিকা করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।