কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও শাল আটক করেছে বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৩১, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও শাল আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি-এর আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সীমান্তের ভেতরে পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপে করে চোরাই পথে আনা ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ি ও শাল পাওয়া যায়। তবে মালামালের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা, যা বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।