কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ‘আধুনিক ডিসি পার্ক’

প্রতিবেদক
Palash Khandakar
মে ৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা নানা অব্যবস্থাপনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে। বর্তমানে এটি সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগের নাম পরিবর্তন করে ‘আধুনিক ডিসি পার্ক’ নামে নামকরণ করা হচ্ছে। ২০ একর আয়তনের বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানাটির সংস্কার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

ইতোমধ্যে ২৫ কোটি টাকার টেন্ডার ইজিপির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লায় চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় লিখিত বক্তব্য এ তথ্য তুলে ধরেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, প্রেক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা কুমিল্লার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

উন্নয়ন প্রকল্পের সভায় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, নগরীর টাউনহল মার্কেটের আয় আগে এক ব্যক্তির কাছে চলে যেত বর্তমানে এটির আয় টাউনহলের ব্যাংক হিসাব নম্বরে জমা হচ্ছে। ৫ আগস্টের পর প্রতি মাসে ৬ লক্ষাধিক টাকা টাউনহল একাউন্টে জমা হচ্ছে। এছাড়াও টাউনহল বীরচন্দ্র মিলনায়তন ও পাঠাগার ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটির পূর্বের কমিটিও অকার্যকর হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে এডহক কমিটির মাধ্যমে পুন:নির্মাণের কাজ চলমান রয়েছে।