কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ১ কোটি অধিক টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৯, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং একইদিন দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে বুড়িচং ও পাঁচতোবি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১ হাজার ৭১৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা। বিজিবি জানায়, উদ্ধার করা এসব মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।